শিরোনাম
ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
লস অ্যাঞ্জেলেস থেকে সিনহুয়া জানায়, মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে মঙ্গলবার এক শুনানিতে মার্কো রুবিও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, দক্ষিণ আফ্রিকার আয়োজনে এবারের জি২০ সম্মেলনে—সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে হোক বা রাষ্ট্রপতি পর্যায়ে—যুক্তরাষ্ট্র অংশ নেবে না। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হচ্ছে—তারা যে বিষয়গুলো এ সম্মেলনের এজেন্ডায় রেখেছে, সেগুলো আমাদের প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা চলতি বছরের জানুয়ারিতে বিতর্কিত ‘সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন’ স্বাক্ষর করার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। এরপর মার্চ মাসে ওয়াশিংটন দক্ষিণ আফ্রিকার তৎকালীন রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও টানাপোড়েনে ফেলেছে।
এই টানাপোড়েনের মধ্যেই বর্তমানে রামাফোসা যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ক বিভিন্ন ইস্যুতে আলোচনার কথা রয়েছে।