বাসস
  ২২ মে ২০২৫, ১০:০১

ভিয়েতনামে ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণে আগ্রহী ট্রাম্প অর্গানাইজেশন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): ভিয়েতনামের হো চি মিন সিটিতে একটি ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানি ‘ট্রাম্প অর্গানাইজেশন’। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

হ্যানয় থেকে এএফপি জানায়, ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প অর্গানাইজেশনের প্রতিনিধি এবং তাদের স্থানীয় অংশীদার কিনবাক সিটি ডেভেলপমেন্ট করপোরেশন (কেবিসি)-এর সঙ্গে তারা ইতোমধ্যে সাক্ষাৎ করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, শহরের পূর্ব অংশে সম্ভাব্য দুটি স্থানে সোমবারই এক প্রাথমিক মাঠ পরিদর্শন চালানো হয়েছে এবং বৃহস্পতিবার ট্রাম্প অর্গানাইজেশনের নেতৃস্থানীয়দের সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্বজুড়ে বিলাসবহুল আবাসন প্রকল্প নির্মাতা হিসেবে পরিচিত ট্রাম্প অর্গানাইজেশন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আর্থিক লাভ তোলার অভিযোগে সমালোচনার মুখে রয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত পত্রিকা তুই ত্রে জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় পুত্র এবং ট্রাম্প অর্গানাইজেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প এ সপ্তাহেই সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনে ভিয়েতনাম আসছেন।

পত্রিকাটি আরও জানায়, তিনি ‘ট্রাম্প টাওয়ার’-এর সম্ভাব্য একটি স্থান ঘুরে দেখবেন এবং হ্যানয়ের বাইরে হাং ইয়েন প্রদেশে একটি বিলাসবহুল রিসোর্ট ও গল্ফ কোর্সের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রায় ৯৯০ হেক্টরজুড়ে নির্মিতব্য ১.৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পে থাকবে ৫৪-হোলবিশিষ্ট গল্ফ কোর্স এবং আবাসিক ভিলা। প্রকল্পটি ২০২৭ সালের মার্চের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে, যাতে ওই বছর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের আগে এটি চালু করা যায়।

এ বছরের মার্চে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠকে প্রকল্প পরিচালক চার্লস বয়েড-বোম্যান এ সময়সীমার কথা জানান।

ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য আলোচনা নতুন করে সক্রিয় হয়েছে, বিশেষ করে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ভিয়েতনামি পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় ব্যর্থ সম্মেলনে অংশ নিতে হ্যানয় সফর করেন ট্রাম্প। সে সময় শহরটির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘অবিশ্বাস্য একটি শহর... অর্থনৈতিক উন্নয়নে ভিয়েতনাম দারুণ কাজ করেছে।’