বাসস
  ২১ মে ২০২৫, ১৬:১৯

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে এক ব্যক্তি  নিহত হয়েছে।  ইসরাইল ও ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও এটি সর্বশেষ হামলা ইসরাইলের।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

মন্ত্রণালয় জানায়, ইসরাইলি শত্রুরা উপকূলীয় টায়ার জেলার একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এ হামলায় একজন নিহত হয়েছে। 

লেবাননে ইসরাইলি হামলার এটি টানা তৃতীয় দিন।

ইসরাইল জানিয়েছে, তারা গত দুই দিনে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। 

গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ করার জন্য যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল তার উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। 

যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে কেবল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ও লেবাননের সেনাবাহিনী অবস্থান করতে পারবে। যদিও ইসরাইল কৌশলগত বলে মনে করা পাঁচটি এলাকায় সৈন্য রেখেছে। 

ইসরাইলকে তার আক্রমণ বন্ধ করতে ও অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করতে চাপ দিতে লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন উপ-দূত মরগান ওর্টাগাস মঙ্গলবার বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের এখনও ‘আরো কিছু’ করার আছে।