বাসস
  ২১ মে ২০২৫, ১৫:২৯

বন্দুক ও মাদকের দায়ে থাই রক তারকার কারাদণ্ড

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট দেশটির অন্যতম জনপ্রিয় রক তারকাকে বন্দুক রাখা ও মাদক সেবনের  দায়ে তিন বছরেরও বেশি মেয়াদের কারাদণ্ড দিয়েছে।

ব্যাংকক থেকে এএফপি জানায়, মঞ্চ নাম সেক লোসো বলে অধিক পরিচিত সেকসান সুকপিমাইকে অবৈধ বন্দুক রাখা, মাদক ব্যবহার এবং একজন পুলিশ অফিসারের কাজে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

থাইল্যান্ডের অন্যতম সফল রক ব্যান্ড লোসো’র প্রতিষ্ঠাতা ও শীর্ষ স্থানীয় গায়ক ৫০ বছর বয়সী এই শিল্পী তার বর্ণাঢ্য ব্যক্তিগত জীবনের কারণে দীর্ঘদিন ধরে থাই গসিপ কলামের প্রধান আলোচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন।

২০১৭ সালে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাখোন সি থাম্মারাতে একটি কনসার্টের পর আকাশে বন্দুক দিয়ে ফাঁকা গুলি চালানোর পর তাকে মূলত গ্রেফতার করা হয়েছিল। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেকসানকে দুই বছর, ১২ মাস ও ২০ দিনের জেল খাটতে হবে।