বাসস
  ২১ মে ২০২৫, ১৩:০৭

১৫৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি রাশিয়ার

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) :  বুধবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মস্কোসহ বেশ কয়েকটি রাশিয়ান অঞ্চলে ১২ ঘন্টা ধরে ইউক্রেনের ছোড়া ১৫৯টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলো বেশিরভাগই ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ান অঞ্চলগুলোকে লক্ষ্য করে এবং মঙ্গলবার মস্কো স্থানীয় সময় রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ছোড়া হয়েছিল।