বাসস
  ২১ মে ২০২৫, ১১:০৪

মেক্সিকোতে সশস্ত্র সংঘর্ষে নিহত ৬ 

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : মেক্সিকোর সমুদ্রতীরবর্তী অপরাধপ্রবণ শহর আকাপুলকোর কাছে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এএফপি এ খবর জানিয়েছে। 

গুয়েরেরো অঙ্গরাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, সোমবার রাতে মেক্সিকো সিটিতে প্রবেশের মহাসড়কে অবস্থিত ‘কিলোমেট্রো ৩০’ নামক শহরে এ ঘটনা ঘটে। ওই হামলায় আরও তিনজন আহত হন।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন প্রবীণ নারী রয়েছেন। যারা গোলাগুলির মাঝে পড়ে প্রাণ হারান বলে জানিয়েছেন মিউনিসিপ্যাল কমিশনার আদান কাসাররুবিয়াস।

সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সাঁজোয়া যান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করেন। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

কমিশনার কাসাররুবিয়াস জানান, অন্তত তিনটি গাড়িতে করে সশস্ত্র লোকজন সংঘর্ষে অংশ নেয়। এতে এলাকার বাসিন্দারা ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন।

তিনি আরো বলেন, “ হাড়ি-পাতিল বা লাঠি যেটাই হোক না কেন, তা দিয়েই আমরা আমাদের শহরের জন্য লড়াই করব।”

‘প্যাসিফিকের মুক্তা’ নামে পরিচিত আকাপুলকো ১৯৫০ ও ৬০ এর দশকে ছিল ধনীদের অবকাশযাপনের গন্তব্য। কিন্তু বর্তমানে এলাকাটি মাদক-সংশ্লিষ্ট অপরাধ ও সহিংসতায় জর্জরিত।

গত বৃহস্পতিবার সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংবাদ পেজের অ্যাডমিনকেও গুলি করে হত্যা করা হয়।

২০০৬ সাল থেকে মেক্সিকোজুড়ে মাদক সংক্রান্ত অপরাধসহ নানা সহিংসতায় প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।