বাসস
  ১৫ মে ২০২৫, ১৯:৩০

ব্রাজিলে ২০২৪ সালে বন উজাড় রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে: প্রতিবেদন

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস/এএফপি) : ২০২৪ সালে ব্রাজিলের ছয়টি প্রাকৃতিক বনভূমির প্রতিটিতেই বন উজাড় কমেছে—গত ছয় বছরে প্রথমবারের মতো এমন সাফল্য ধরা পড়েছে এক প্রতিবেদনে। আর এমন সময়েই এ সাফল্য এলো, যখন কয়েক মাস পর দেশটি একটি বড় জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

ব্রাজিললের রিও ডি জেনেইরো থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার প্রকাশিত ‘ম্যাপবায়োমাস’ মনিটরিং সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে ২০২৪ সালে মোট ১২ লাখ ৪০ হাজার হেক্টর জমি উজাড় হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩২ দশমিক ৪ শতাংশ কম।

টানা দ্বিতীয় বছরের মতো বন উজাড় কমেছে। ২০২৩ সালেও উজাড়ের পরিমাণ ১১ শতাংশ কমেছিল।

বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রতিশ্রুতি দিয়েছেন, ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় পুরোপুরি বন্ধ করবেন। তিনি চান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিল যেন নেতৃত্বে আসে, যেখানে কার্বন শোষণকারী বনভূমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে অগ্রগতি সত্ত্বেও ২০২৪ সালে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৪০৩ হেক্টর প্রাকৃতিক বনভূমি হারিয়েছে ব্রাজিল—যা ৮ হাজারেরও বেশি ফুটবল মাঠের সমান।

ব্রাজিলে মোট ছয়টি প্রধান জীববৈচিত্র্যময় অঞ্চল বা বায়োম রয়েছে: আমাজন, আটলান্টিক বন, সেরাদো, কায়টিঙ্গা, পানতানাল এবং পাম্পা। প্রতিটি অঞ্চলই ভিন্ন জলবায়ু, গাছপালা ও প্রাণিবৈচিত্র্যের অধিকারী।

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য আমাজনে প্রতিদিন গড়ে ১,০৩৫ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে, মূলত কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করতে গিয়ে। প্রতিবেদনে বলা হয়, এর মানে প্রতি সেকেন্ডে সাতটি গাছ কাটা পড়েছে।

টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জীববৈচিত্র্যে সমৃদ্ধ তৃণভূমি- সেরাদো অঞ্চল। এখানে উজাড় হয়েছে ৬ লাখ ৫২ হাজার ১৯৭ হেক্টর জমি, যা বিশাল শহর সাও পাওলোর আয়তনের কাছাকাছি।

প্রতিবেদন বলছে, ব্রাজিলের আদিবাসীদের দুই-তৃতীয়াংশ জমিতে কোনো বন উজাড় হয়নি।

উল্লেখ্য, বন উজাড় বলতে ইচ্ছাকৃতভাবে গাছপালা ধ্বংস করাকে বোঝায়। এতে প্রাকৃতিক দুর্যোগ বা দাবানল গণনা করা হয় না। অথচ ২০২৪ সালে তীব্র গরম ও খরার কারণে দেশটিতে রেকর্ডসংখ্যক দাবানল হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবই নির্দেশ করে।

জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলন কপ৩০ আগামী নভেম্বরে ব্রাজিলের আমাজন অঞ্চলভুক্ত শহর বেলেমে অনুষ্ঠিত হবে।