বাসস
  ১৫ মে ২০২৫, ১৯:২৫

২১ মে ট্রাম্পের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সাক্ষাৎ

কোলাজ

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): দক্ষিণ আফ্রিকার নীতিগত বিভিন্ন বিষয় ও শেতাঙ্গ ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী ২১ মে ওয়াশিংটন সফরে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

জোহানেসবার্গ থেকে বুধবার রাতে প্রিটোরিয়ার এক বিবৃতির বরাত দিয়ে এএফপি জানায়, দেশ দুটির মধ্যে কয়েক মাস ধরে নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার একদল শেতাঙ্গ শরণার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তারা দক্ষিণ আফ্রিকায় ‘নিপীড়নের’ সম্মুখীন হচ্ছেন।

রামাফোসার কার্যালয় জানিয়েছে, আগামী বুধবার (২১ মে, ২০২৫) প্রেসিডেন্ট রামাফোসা ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও উভয়ের স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সফর দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক পুনঃস্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে বলে জানানো হয়।

মার্কিন প্রশাসন দক্ষিণ আফ্রিকার নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছে। এর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা, ঐতিহাসিক বৈষম্য দূর করার জন্য ভূমি দখল আইন। এ আইন সরকারকে শ্বেতাঙ্গদের মালিকানাধীন জমি দখলের সুযোগ করে দেবে আশঙ্কা করছে ওয়াশিংটন।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আগমন বন্ধ করে দেন। তবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের জন্য তিনি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। কেননা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা মূলত ঔপনিবেশিক আমলে ডাচ বসতি স্থাপনকারীদের বংশধর।

প্রিটোরিয়ার জোর দিয়ে বলেছে,  জন্মভূমিতে শ্বেতাঙ্গরা নিপীড়নের মুখোমুখি হবেন না।

দক্ষিণ আফ্রিকার জনসংখ্যার ৭ দশমিক ৩ শতাংশ শ্বেতাঙ্গ। তারা সাধারণত দেশের কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠের তুলনায় জীবনযাত্রার উন্নত মান উপভোগ করে।

একটি অনলাইন সেমিনারে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের সমালোচনা করার পর ওয়াশিংটন দক্ষিণ আফ্রিকার জন্য সাহায্য বন্ধ করে দেয়। এ ছাড়া মার্চ মাসে ওয়াশিংটনে নিযুক্ত প্রিটোরিয়ার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়।

প্রিটোরিয়া বলেছে, ‘ট্রাম্পের দাবি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে।’

সোমবার ৪৯ জন শেতাঙ্গ আফ্রিকান যুক্তরাষ্ট্রে আগমনের পর দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট পল মাশাটাইল বলেছেন,  ‘ট্রাম্পকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে’।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় কোনও গণহত্যা নেই। আমরা চমৎকার, সুখী মানুষ; কালো ও সাদারা একসঙ্গে কাজ করি এবং একসঙ্গে বসবাস করি। রামাফোসা ‘আমাদের সুন্দর দেশ’ পরিদর্শনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন।

যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। কিন্তু এপ্রিলে ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা (এখন ৯০ দিনের জন্য স্থগিত) অটোমোবাইল শিল্প ও সাইট্রাস উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে আতঙ্ক সৃষ্টি করেছে।