বাসস
  ১৪ মে ২০২৫, ১৯:৪০

যুক্তরাষ্ট্রের অর্থায়ন হ্রাসের ফলে ব্যবস্থাপনা দল ছোট করল ডব্লিউএইচও

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের অর্থায়ন হ্রাসের ফলে বাজেট ব্যাপকভাবে সংকুচিত হওয়ায় জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের ব্যবস্থাপনা দল ছোট করছে বলে সংস্থার প্রধান বুধবার কর্মীদের জানিয়েছেন।

এএফপি দেখেছে এমন এক সংক্ষিপ্ত ইমেইলে ডব্লিউএইচও মহাপরিচালক টেডরস আধানোম গেব্রিয়াসুস জানান, সংস্থার জেনেভা সদরদপ্তরে নতুন 'নির্বাহী ব্যবস্থাপনা দলের গঠন' হবে ছয় সদস্যবিশিষ্ট—আগে এটি ছিল ১১ সদস্যের।

এই নতুন দল ১৬ জুন থেকে দায়িত্ব নেবে বলে  জানান তিনি।

কোভিড-১৯ মোকাবেলায় বিশ্বজুড়ে নেতৃত্বদানকারী ডব্লিউএইচও-র দুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সরে যাচ্ছেন: জরুরি কার্যক্রম বিভাগের পরিচালক আয়ারল্যান্ডের মাইক রায়ান এবং সার্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্যে কাজ করা বিভাগের প্রধান কানাডীয় ব্রুস এ্যালওয়ার্ড।

বর্তমান পাঁচ সদস্য থাকছেন, যাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ চিকিৎসা গবেষক এবং লন্ডনভিত্তিক স্বাস্থ্য দাতব্য সংস্থা ‘দ্য ওয়েলকাম ট্রাস্ট’-এর সাবেক প্রধান জেরেমি ফারার।

তিনি হবেন স্বাস্থ্য উন্নয়ন ও রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সহকারী মহাপরিচালক এবং নিজের বর্তমান ‘প্রধান বৈজ্ঞানিক’ পদটি ছেড়ে দেবেন ফরাসি চিকিৎসক সিলভি ব্রিয়ান্ডকে—যিনি বর্তমানে সংস্থার মহামারি ও মহামারিজাত রোগ বিভাগ পরিচালনা করছেন।

গত মাসেই সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে টেডরস জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে যাওয়ায় সংস্থাকে বহু কার্যক্রম ও কর্মসংস্থান কমাতে হবে, কারণ কয়েকশ’ মিলিয়ন ডলারের বাজেট ঘাটতি তৈরি হয়েছে।

জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা জানায়, সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র আগামী জানুয়ারিতে পুরোপুরি অর্থায়ন বন্ধ করে দিচ্ছে।

২০২২-২৩ সালের বাজেটে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও-কে ১.৩ বিলিয়ন ডলার দেয়, যার বেশিরভাগই ছিল প্রকল্পভিত্তিক স্বেচ্ছা অনুদান, নির্ধারিত সদস্যপদের চাঁদা নয়।

তবে ওয়াশিংটন ২০২৪ সালের চাঁদা দেয়নি এবং ২০২৫ সালেও দেওয়ার সম্ভাবনা নেই।

টেডরস এপ্রিলে বলেন, ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ডব্লিউএইচও ৫৬০ থেকে ৬৫০ মিলিয়ন ডলারের ‘বেতন ঘাটতির’ মুখে রয়েছে।

তিনি নির্দিষ্ট করে কতজনের চাকরি যাবে তা বলেননি, তবে জানান, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে সংস্থার জেনেভা সদরদপ্তরে, শুরুতেই সিনিয়র ম্যানেজমেন্টে।

যদিও তাৎক্ষণিকভাবে আরও ছাঁটাইয়ের পরিকল্পনা নেই, তবে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ডব্লিউএইচও'র বার্ষিক নীতিনির্ধারণী সম্মেলনে এটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।