কাবুল, ২৬ অক্টোবর, ২০২১ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মঙ্গলবার কাবুলের নারী আন্দোলনকর্মীরা ‘বিশ্ব কেন নীরবে আমাদের মরতে দেখছে?"-লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেছে। খবর এএফপি’র।
নারী আন্দোলনকর্মীরা তালেবানদের রোষের ঝুঁকি উপেক্ষা করে তাদের "শিক্ষার অধিকার" ও "কাজের অধিকার" নিশ্চিত করার দাবি সম্বলিত ব্যানার তুলে ধরে। তালেবানরা আগস্ট মাসে ক্ষমতায় আসার পর থেকে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে দিয়েছে। তালেবানরা নারীদের এ বিক্ষোভ প্রদর্শন কালে প্রেসকে বাধা দেয়।
আফগানিস্তানের নারী আন্দোলনকর্মীদের অন্যতম সংগঠক ওয়াহিদা আমিরি এএফপিকে বলেন,“আমরা আমাদের শিক্ষা ও কাজ করার অধিকারের প্রতি সমর্থন দেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আজ সবকিছু থেকে বঞ্চিত।”
আফগানিস্তানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তাদের বিক্ষোভ প্রথমে আফগানিস্তানে জাতিসংঘ মিশন (ইউএনএএমএ)-এর কাছে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা "গ্রীন জোন” যেখানে বেশ কয়েকটি পশ্চিমা দূতাবাসের ভবন অবস্থিত সেখানে সরিয়ে নেওয়া হয়। তালেবানরা দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর বেশিরভাগ বিদেশী মিশন দেশটি ছেড়ে গেছে।
এএফপি’র এক সাংবাদিক দেখেছেন যে, এ সময় সশস্ত্র তালেবান রক্ষীরা সাংবাদিকদের সরিয়ে দেয় এবং প্রতিবাদের চিত্রগ্রহণে রত থাকা একজন স্থানীয় প্রতিবেদকের মোবাইল ফোন নিয়ে য়ায়।