বাসস
  ২১ অক্টোবর ২০২১, ১৬:১৭
আপডেট  : ২১ অক্টোবর ২০২১, ১৮:১৭

১ বিলিয়ন কোভিড-১৯ টিকাদানের মাইলফলক ভারতের

নয়াদিল্লী, ২১ অক্টোবর, ২০২১ (বাসস) : ভারত আজ সকালে ‘এক বিলিয়ন’ কোভিড-১৯ টিকাদানের মাইলফলক পাড়ি দেয়ার বিরাট সাফল্য অর্জনের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।     
ভারতের প্রধানমন্ত্রী আজ এক টুইট বার্তায় বলেন, ‘ভারত ইতিহাস সৃষ্টি করল। আমরা ভারতের বিজ্ঞান, কর্মপ্রচেষ্টা ও উদ্যম এবং ১৩০ কোটি ভারতীয়ের প্রাণবন্ত সম্মিলিত প্রচেষ্টার সাক্ষী।’
কোভিড-১৯ টিকাদান ১০০ কোটি অতিক্রম করায় তিনি ভারতকে অভিনন্দন জানান এবং চিকিৎসক, নার্স ও এই অসামান্য অর্জনে অংশগ্রহণকারী সকল স্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
২০২১ সালের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হওয়ার মাত্র নয় মাসের মধ্যে এই সাফল্য এলো।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিসংখ্যান অনুযায়ী- দেশটিকে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত হ্রাস পাচ্ছে। দেশটিতে এখন দিনে ১৫ হাজারের কম মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে এবং অধিকাংশ কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়