বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৪
আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৩

কলম্বিয়ার সামরিক ঘাঁটিতে বোমা হামলায় নিহত ২

 বোগোটা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার বোমা হামলায় কমপক্ষে দুই সেনা নিহত ও ২৬ জন আহত হয়েছে। এ হামলার জন্য বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলাদের দায়ী করেছে সেনাবাহিনী। ইএলএন ইতোপূর্বে সরকারের সাথে বিভিন্ন সময় শান্তি আলোচনায় মিলিত হয়েছে।
ইএলএন ২০২৩ সাল থেকে সেনা বাহিনীর সাথে কার্যকর একটি যুদ্ধবিরতি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। গোষ্ঠিটি আগস্ট মাস থেকে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ তীব্রতর করেছে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিস্তারিত না জানিয়ে হামলা সম্পর্কে বলেছেন, এটি ধরণের কর্মকান্ড রক্ত দিয়ে শান্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়।
সেনাবাহিনী সামাজিক নেটওয়ার্ক এক্স-এ লিখেছে, এটি ভেনিজুয়েলার সীমান্তে পূর্ব আরাউকা বিভাগের পুয়ের্তো জর্ডান নগরীতে ঘটেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দু’জন নিম্ন-পদস্থ সেনা নিহত হয়েছে, অন্য পাঁচজন গুরুতর আহত হয়েছে এবং ২১ জন সামান্য আহত হয়েছে, তবে, আহতদের করোর প্রাণহানির আশঙ্কা নেই।