বাসস
  ১৫ অক্টোবর ২০২১, ২১:০১

দক্ষিণ আফ্রিকা ১২-১৭ বছরের শিশুদের টিকা দেয়া শুরু করবে

জোহানেসবার্গ, ১৫ অক্টোবর, ২০২১ (বাসস ডেস্ক): দক্ষিণ আফ্রিকা আগামী সপ্তাহে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু করবে। তাদের কিছু বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোভিড-১৯-এর বুস্টার ডোজও প্রদান করা হবে।  স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার এ কথা ঘোষণা করেছেন। খবর এএফপি’র।
স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা এক সংবাদ সম্মেলনে বলেন,"আমরা ১২ থেকে ১৭ বছরের শিশু যারা অধিকাংশই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে, তাদের টিকা দেয়ার জন্য প্রস্তুত। "
দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী, ১২ বছর বা তার বেশি বয়সের শিশুরা চিকিৎসার জন্য তাদের নিজস্ব মতামত দিতে পারে। অর্থাৎ টিকা নেয়ার জন্য তাদের পিতামাতার অনুমতি লাগবে না।
মন্ত্রী আরো বলেন, বুধবার  থেকে শিশুরা ফাইজারের একক ডোজ গ্রহণ করতে পারবে। 
মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রাপ্তবয়স্কদের এক তৃতীয়াংশের বেশি কমপক্ষে এক ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পেয়েছে।
ক্রীড়া অনুষ্ঠানের মতো বড় সমাবেশে প্রবেশের জন্য টিকাপ্রাপ্তির প্রমাণের প্রয়োজনের কথা ভেবে দেশটি ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট চালু করেছে।
মন্ত্রী আরো জানান, প্রয়োজনে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে বুস্টার ডোজ গ্রহন করা যাবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়