বাসস
  ১৯ এপ্রিল ২০২৪, ১৫:৪৪

ভারতের নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী মোদির জয় প্রায় নিশ্চিত

হরিদ্বার (ভারত), ১৯ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক) : ভারতে ছয় সপ্তাহব্যাপী এক নির্বাচনে শুক্রবার ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় প্রায় নিশ্চিত। খবর এএফপি’র।
বিশ্বের সবচেয়ে বৃহত্তম এ নির্বাচনে মোট ৯৬ কোটি ৮০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
গঙ্গা নদীর তীরে অবস্থিত হিন্দুদের পবিত্র নগরী হরিদ্বারে একটি ভোট কেন্দ্রের বাইরে লোকজনকে ধৈর্য সহকারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোটের বুথ খোলার আগেই সেখানে এমন দৃশ্য চোখে পড়ে।
২৭ বছর বয়সী অটোরিক্সা চালক গঙ্গা সিং বলেন, ‘আমি এখানে ভোট দিতে এসেছি কারণ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি খুশি।’
তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগত কল্যাণে নয়, দেশের সমৃদ্ধির স্বার্থে ভোট দেব।’
৭৩ বছর বয়সী মোদি এক দশক ধরে ক্ষমতায় থাকার পরেও তিনি ব্যাপক জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন। তার এক দশকের শাসনামলে বিশ্বব্যাপী ভারতের কূটনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং দেশটি অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হয়েছে।
নির্বাচন শুরু হওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছেন,‘আমি দেশের সকল ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ!’
২০১৪ এবং ২০১৯ সালে দুটি ভূমিধস বিজয়ে মোদি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্ব দেন।
প্রকাশিত মতামত জরিপ ভারতে বিরল হলেও  গত বছর পিউ পরিচালিত সমীক্ষায় দেশটির প্রায় ৮০ শতাংশ জনগণ মোদির পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। 
খবরে বলা হয় ১৯ এপ্রিল থেকে ১ জুনের মধ্যে সাতটি ধাপে ভারতে ভোট গ্রহণ করা হবে। দেশজুড়ে ১০ লাখেরও বেশি ভোট কেন্দ্র রয়েছে।
আগামী ৪ জুন একযোগে ভোট গণনা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়