তেহরান, ১৯ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক) : ইরানের রাজধানী তেহরানের দুটি প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানবন্দর দুটিতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। খবর এএফপি’র।
দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়,‘ইমাম খোমেনি এবং মেহরাবাদ বিমানবন্দর দিয়ে আবারো ফ্লাইট চলাচল শুরু হয়েছে।’