বাসস
  ১৪ এপ্রিল ২০২৪, ১৪:৪৭

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’ : ইসরায়েলি সেনাবাহিনী

জেরুজালেম, ১৪ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক) : ইসরায়েলের সামরিক বাহিনী রোববার বলেছে, শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’।  শনিবার রাতে চালানো এসব হামলার ৯৯ শতাংশ ইসরায়েলি বাহিনী ঠেকিয়ে দিয়েছে। খবর এএফপি’র।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরানের হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
হাগারি বলেন, ইসরায়েলের অভিমুখে যেসব ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল সেসবের কোনটিই তাদের ভূখ-ে প্রবেশ করেনি এবং ‘মাত্র কয়েকটি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের এসব হামলা মোকাবেলায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ‘নেভাটিম ঘাঁটিতে হালকা আঘাত হেনেছে।’
 প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং আরো মিত্র দেশের সাথে একত্রে আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখ- রক্ষা করতে পেরেছি।’
গ্যালান্ট আরো বলেন, ‘ইরানের হামলা এখনো শেষ হয়নি। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়