বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

থাইল্যান্ডে ৭০ হাজার ঘরবাড়ি প্লাবিত হওয়ায় ব্যাংককে সতর্কতা

ব্যাংকক, ২৮ সেপ্টেম্বর, ২০২১ (বাসস ডেস্ক) : থাইল্যান্ডে বন্যায় উত্তর ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে ৭০ হাজার বাড়িঘর প্লাবিত এবং ছয়জনের প্রাণহানী হওয়ায় ব্যাংককের কিছু এলাকার সুরক্ষার জন্য থাই কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে।
থাই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, গ্রীষ্মমন্ডলীয় ঝড় দিয়ানমু সৃষ্ট বন্যার ফলে মধ্যাঞ্চল সহ ৩০টি প্রদেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ উজানে বাঁধ খুলে দেয়ার পর চাও ফ্রেয়া নদীর পানির বৃদ্ধি পাচ্ছে।
সৈন্যরা মঙ্গলবার ব্যাংকক থেকে প্রায় ৬০ কিমি (৪০ মাইল) উত্তরে পুরনো রাজকীয় রাজধানী আয়ুথায়া সহ প্রাচীন প্রতœতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও অন্যান্য স্থান রক্ষায় বাঁধ তৈরী করেছে এবং বালির ব্যাগ ফেলেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়