বাসস
  ০৫ মার্চ ২০২৪, ১৩:২৪
আপডেট  : ০৫ মার্চ ২০২৪, ১৯:৩৫

ইরান গত বছর ৮৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করেছে:মানবাধিকার সংস্থা

প্যারিস, ৫ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : ইরান  ২০১৫ সালের পর ২০২৩ সালে সর্বোচ্চ সংখ্যক মোট ৮শ’ ৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করেছে। এদিকে ইসলামিক  প্রজাতন্ত্র ইরানে সর্বোচ্চ শাস্তি বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার দু’টি মানবাধিকার গ্রুপ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ২০২২ সালে ইরানে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ফাঁসিতে ঝুলিয়ে এসব মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
নরওয়ে ভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) এবং প্যারিস ভিত্তিক ‘টুগেদার এগেইনেস্ট ডেথ’ পেনাল্টির যৌথ প্রতিবেদনে বলা হয়, দুই দশকের মধ্যে মাত্র দ্বিতীয়বার ২০২৩ সালে ৮শ’ জনের বেশি মানুষের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এরআগে ২০১৫ সালে এক বছরে সর্বোচ্চ ৯৭২ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল।
এই দুই মানবাধিকার গ্রুপ ইরানের জনগোষ্ঠীর মধ্যে ভীতি ছড়ানোর জন্য মৃত্যুদন্ড ব্যবহার করায় তেহরানকে অভিযুক্ত করেছে।
মানবাধিকার গ্রুপগুলো অভিযোগ করেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশী হেফাজতে মায়শা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দেওয়ায় জনগণের মধ্যে ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে মৃত্যুদন্ডকে ব্যবহার করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়