বাসস
  ০২ মার্চ ২০২৪, ১৪:২০

তরুণদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ: ফ্লোরিডার গভর্ণর

মিয়ামি, ২ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক):  ফ্লোরিডার গভর্ণর রন ডিসান্টিস তরুণদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। তবে তার এই প্রস্তাবে ভেটো দেওয়ার আভাস পাওয়া গেছে।
তিনি গত সপ্তাহে এই ভেটো দেয়ার আভাস দিয়ে বলেছেন, রাজ্যের আইনসভার অনুমোদিত প্রস্তাবে আরো পরিবর্তন প্রয়োজন।
রিপাবলিকান এই গভর্ণর শুক্রবার আরো জানিয়েছেন, আইনপ্রণেতারা প্রস্তাব নিয়ে কাজ করছেন। এতে গোপনীয়তা ও পিতামাতার অধিকার বিষয়ক সমস্যা সমাধানের বিষয় নিয়ে কাজ চলছে।
এক্সে গভর্ণর বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে পিতামাতার অধিকারকে সমর্থন দেয়া দরকার।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এইসব বিষয়কে অন্তভূর্ক্তির পর প্রস্তাবটি শিগগিরই আইনে পরিণত হবে।
মূল প্রস্তাবে ১৬ বছরের নীচের ছেলেমেয়েদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
এইদিকে বিলটির বিরোধিতাকারীরা বলেছেন, কর্তৃপক্ষ নয়, শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি দেখভাল করবে পিতামাতা।
গভর্ণরও অনেক সময়ই বলেছেন, আদরের সন্তানের ওপর নজর রাখার বিষয়ে পিতামাতারই অনেক বেশি ক্ষমতা দেওয়া উচিত।
গভর্ণর রন ডিসান্টিস এই সময় বলেন, স্কুল গুলোতে যৌন শিক্ষা ও লিঙ্গ পরিচয় সম্পর্কিত পাঠ কমিয়ে আনা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়