বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫

চীনের সাথে ‘নির্ভরযোগ্য’ বন্ধুত্বের প্রশংসা বেলারুশ নেতার

বেইজিং, ৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সোমবার চীনের সাথে ‘নির্ভরযোগ্য’ বন্ধুত্বের প্রশংসা করেছেন। এ বছর বেইজিংয়ে তার দ্বিতীয় সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা করার সময় তিনি এমন প্রশংসা করেন। খবর এএফপি’র।
রাশিয়ার কট্টর মিত্র লুকাশেঙ্কো রোববার চীনে পৌঁছেছেন। কমপক্ষে দুইদিন চীনে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার তার দপ্তর থেকে বলা হয়, তিনি এবং শি ‘বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।’
লুকাশেঙ্কো সর্বশেষ গত ফেব্রুয়ারিতে চীন সফর করে। মস্কোর ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়াকে সমর্থন জানানোর ক্ষেত্রে তার ওই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
বেলারুশের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, লুকাশেঙ্কো সোমবার শি’কে বলেন, ‘বেলারুশ চীনের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার দেশ ছিল এবং থাকবে।’
তিনি বলেন, ‘আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সহযোগিতা করবো এবং চীনের সাথে বন্ধুত্ব গড়ে তুলবো।’
তিনি আরো বলেন, চীনের সাথে ‘আমাদের এ বন্ধুত্ব ৩০ বছরেরও বেশি পুরনো এবং এ পথ থেকে আমরা কখনো সরবো না।’
যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা আরো অনেকের চাপে থাকা সত্ত্বেও বেইজিং প্রকাশ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা করেনি।
বেলারুশ রাজনৈতিক এবং আর্থিক সহায়তার জন্য রাশিয়ার উপর অনেক বেশি নির্ভর করে থাকে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হামলা চালানোর জন্য দেশটিকে একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়