বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

আইএস-এর জিহাদি হামলায় ১৩ ইরাকি পুলিশ নিহত হয়েছে

কিরকুক, ইরাক, ৫ সেপ্টেম্বর, ২০২১ (বাসস ডেস্ক): ইরাকের উত্তরাঞ্চলে কিরকুকের কাছে রোববার একটি চেকপয়েন্টে ইসলামিক স্টেট গোষ্ঠীর হামলায় তেরো পুলিশ নিহত হয়েছে। চিকিৎসা ও নিরাপত্তা সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। শহরের দক্ষিণের হামলাটি ঘটে মধ্যরাতের ঠিক পরে। 
জিহাদি সেলগুলো ওই এলাকায়, নিয়মিতভাবে ইরাকি সেনাবাহিনী ও পুলিশকে টার্গেট করে হামলা চালিয়ে আসছিল। তবে, এ বছরের এই হামলা ছিল আইএস গ্রুপের অন্যতম সবচেয়ে মারাত্মক।