শিরোনাম
ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যান্সার রোগীদের জন্য রেডিওথেরাপি সেবার দ্বিতীয় শিফট চালু হয়েছে।
বিএমইউ’র এফ ব্লকের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ সেবা চালু হয়েছে।
আজ এই চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দ্বিতীয় শিফট চলবে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এর আগে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রথম শিফট চালু হয়।
প্রথম শিফটে ৪০ থেকে ৪৫ জন রোগীকে রেডিওথেরাপি সেবা দেয়া হচ্ছে। বর্তমানে দ্বিতীয় শিফট চালু হওয়ায় প্রতিদিন আরো ২৫ জন রোগীকে বিশ্বমানের রেডিওথেরাপি সেবা দেয়া সম্ভব হবে।
উক্ত বিভাগে রয়েছে বিশ্বমানের রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিষ্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) এর সমন্বয়ে গঠিত সুদক্ষ রেডিয়েশন অনকোলজি টিম।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি চিকিৎসা সেবার দ্বিতীয় শিফট চালু করা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, এ সেবার মাধ্যমে এখানে অধ্যয়নরত রেসিডেন্ট শিক্ষার্থীরা উপকৃত হবেন। অধিক সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। ভাইস চ্যান্সেলর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে নিয়মিত টিউমারবোর্ড করার উপর গুরুত্বারোপ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা বিএমইউ এর একটি বড় অর্জন ও প্রাপ্তি।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গণমানুষের জন্য বিশেষ করে রোগীদেরকে অধিকতর সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে রেডিওথেরাপি সেবা নিতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, এখন সেই অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে।
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সৈয়দ আকরাম হোসেন জানান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। রোগীদেরকে বিশ্বমানের চিকিৎসাসেবা দেয়া নিশ্চিত করার সাথে সাথে চিকিৎসা সেবা সহজলভ্য করার বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন। ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহারের সঞ্চালনায় অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. রোকাইয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।