শিরোনাম
চট্টগ্রাম, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬২০ জনে।
মঙ্গলবার (১৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের ৪টি হাসপাতালে এক দিনে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচ জন পুরুষ, একজন নারী ও তিন জন শিশু রয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা গত বছরের মতো আশঙ্কাজনক।
জানা গেছে, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত) ৬২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৮৪ জন মহানগরের এবং ৩৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের ৩৪৪ জন পুরুষ, ১৭৫ জন নারী ও ১০১ জন শিশু। এখন পর্যন্ত ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ।
চলতি বছরের জানুয়ারি মাসে ৭০ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন, মার্চে ২২ জন, এপ্রিলে ৩৩ জন, মে মাসে ১১৬ জন, জুনে ১৭৬ জন ও জুলাই মাসের (১৫ তারিখ পর্যন্ত) ১৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে চট্টগ্রাম জেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় চারটি পদক্ষেপ নিয়েছে সিভিল সার্জন।
এগুলো হলো- উপজেলাভিত্তিক ডেঙ্গু ও চিকনগুনিয়া টেস্টের কিট মজুত রাখা। স্বাস্থ্যশিক্ষা বিষয়ক লিফলেট, পোস্টার ও ব্যানার বিতরণ। সচেতনতা বাড়াতে উপজেলা ভিত্তিক স্বাস্থ্য সহকারী দিয়ে স্বাস্থ্যশিক্ষা দেওয়া, উঠান বৈঠক ও মাইকিং।
ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্ব স্ব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।