বাসস
  ২৩ আগস্ট ২০২৩, ১৭:০৭

জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে বিনামূল্যে ৮ জনের প্লাস্টিক সার্জারী সেবা গ্রহণ

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৩(বাসস): ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্পের আওতায় জন্মগত মুখমন্ডলের বিকৃতি,ঠোঁট কাটা ও তালু কাটা ৮ জন রোগী সেবা নিয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে  ১৬ আগস্ট বিনামূল্যে অস্ত্রপ্রচার করা হয় এবং নেতৃত্ব দেন প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো: আইয়ূব আলী। 
আজ আট জন রোগীর অভিভাবক ও চিকিৎসকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: শারফুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য,গত কয়েকবছর থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ এর কার্যক্রম শুরু হয়। 
বাসস/সবি/এসএস/১৭০০/-কেক

  • সর্বশেষ
  • জনপ্রিয়