সিলেট, ৭ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : করোনা ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের আওতায় সিলেট মহানগরীতে একদিনে করোনা সংক্রমণ প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ৮৩৭ জন।
আজ মঙ্গলবার থেকে সারা দেশের মতো সিলেট মহানগরীতেও করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়। টানা ৩ দিন অর্থাৎ ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গণটিকাদান এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম জানান, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ গণটিকা ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে যে কেন্দ্রে, যে তারিখে যারা মর্ডানার ১ম ডোজ গ্রহণ করেছিলেন, স্ব স্ব কেন্দ্রে আজ মঙ্গলবার থেকে পরবর্তী তিনদিন একই তারিখে টিকার ২য় ডোজ গ্রহণ করতে জানিয়ে দেওয়া হয়। এতে টিকা গ্রহিতারা যথাযথ নিয়ম শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত ক্যাম্পে এসে টিকা গ্রহণ করেছেন।
তিনি বাসস'কে জানান, আজ মঙ্গলবার সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ডের ৮৩টি কেন্দ্রে মোট ২২ হাজার ৮৩৭ জন ২য় ডোজের মর্ডানার টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৬২৩ ও মহিলা ১০ হাজার ২১৪ জন রয়েছেন। আগামীকাল ৮ ও ৯ সেপ্টেম্বর "কোভিড-১৯ জাতীয় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন"এর ২য় ডোজ টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর এই কার্যক্রম চলবে।
প্রসঙ্গত, গত ৭, ৮ ও ৯ আগস্ট সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর প্রথম পর্যায়ের টিকা প্রদান করা হয়। এতে মোট ৬৬ হাজার ৪৪৬ নারী পুরুষ মডার্নার এটিকা গ্রহণ করেন। এবারও একই সংখ্যক মানুষের লক্ষমাত্রা নিয়ে দ্বিতীয় ডোজ টিকা প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে।