শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে মাথায় আঘাত পেয়ে নিহতের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ফার্মগেট মেট্রোস্টেশন এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা একজনের হাত ও পায়ের রগ কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করেছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওর ব্যক্তি সন্ত্রাসীদের হাতে নিহত হননি। তিনি আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মাথায় আঘাত পেয়ে প্রাণ হারান।
গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে। এ ধরনের প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত-শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।