শিরোনাম
ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত ও সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। যেখানে তার উক্তি হিসেবে দাবি করা হচ্ছে, আগামী সংসদ নির্বাচনে তিনি পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের তথ্য জানাচ্ছেন।’
তবে ড. ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া সর্বশেষ ভাষণ এবং জনসমক্ষে দেওয়া বক্তব্য-বিবৃতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, তিনি এমন কোনো তথ্য দেননি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডটি বিভ্রান্তি সৃষ্টির জন্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে।
এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।