শিরোনাম
ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): শাহবাগের পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে গত ১৪ মে নার্সিং শিক্ষার্থীদের ঢাকার শাহবাগ মোড় অবরোধের ভিডিও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর।
বাংলাফ্যাক্ট আরো জানায়, শাহবাগে শিক্ষার্থীরা গতকাল বুধবার (২৩ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আন্দোলন করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। বাংলাফ্যাক্ট আজ যাচাই করে দেখেছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও নয়। প্রকৃতপক্ষে এটি গত ১৪ মে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করার ভিডিও।
বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওতে থাকা গণমাধ্যম প্রতিষ্ঠান এটিএন বাংলার লোগোর সূত্রে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। গত ১৪ মে প্রকাশিত ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, সেদিন নার্সিং শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে প্রবেশ করে। এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গত ১৪ মে দ্যা ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৪ মে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।