ঝালকাঠি, ১ সেপ্টেম্বর ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় বঙ্গবন্ধুর জীবনীনির্ভর নাটক ‘অবরুদ্ধ ১৪ বছর’ মঞ্চস্থ হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঙ্গলবার রাতে মঞ্চস্থ এ নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন অনিমেশ সাহা লিটু।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ এ নাটকটির পরিবেশনায় ছিল রেপার্টারি নাট্যদল।এ নাটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবন ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে নাটকটির মঞ্চায়নের উদ্বোধন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন এবং বরিশালের দুই সংস্কৃতিজন সৈয়দ দুলাল ও কাজল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।