BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ৩০ মার্চ ২০২৩, ১২:৪৩

সুনামগঞ্জে উদযাপিত হলো বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা উৎসব

সুনামগঞ্জ ৩০ মার্চ,২০২৩ (বাসস): জেলার মধ্যনগর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা উৎসব উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ উৎসব সম্পন্ন হয়।
বাস্তুপূজা উপলক্ষে গতকাল বুধবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় বংশিকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন। ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বানাই কল্যাণ পরিষদের সভাপতি বিশ্বেসর বানাই, মোহনপুর গাঁওবুড়া লুদরসিং বানাই, ধর্মপাশা আদিবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আশুতোষ হাজং,আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য ধুবরাজ বানাই প্রমুখ।
বক্তারা বলেন- বানাই সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কমিউনিটি ভিত্তিক কালচারাল সেন্টার নির্মাণ এবং তাদের সাহিত্য সংস্কৃতির বিভিন্ন উপাদান সংগ্রহ ও গবেষণায় আরও জোর দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বানাই শিল্পীদের অংশগ্রহণে দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের আহবায়ক রাসেল আহমদ আজ বাসসকে জানান, বাংলাদেশে বানাই সম্প্রদায়ের মোট জনসংখ্যা ৩২০ জন। এর মধ্যে মধ্যনগর উপজেলার মোহনপুর ও বহেরাতলী গ্রামে ৬২টি বানাই পরিবার বাস করে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী এলাকায় আরও ৮ টি বানাই পরিবার রয়েছে। ক্ষুদ্রতম এ নৃ-গোষ্ঠী এই বানাই সম্প্রদায়ের দুইজন সরকারি চাকরিজীবী ও চারজন স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়