বাসস
  ২৯ নভেম্বর ২০২২, ১৯:১৫
আপডেট  : ২৯ নভেম্বর ২০২২, ১৯:১৮

নীলফামারীতে দু’দিন ব্যাপি তথ্যমেলা 

নীলফামারী, ২৯ নভেম্বর ২০২২ (বাসস) : জেলায় আজ নীলফামারী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দু’দিন ব্যাপি তথ্য মেলা শুরু হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, টিআইবির সমন্বয়কারী আতিকুর রহমান, সনাক সভাপতি তাহমিনুল হক ববী প্রমুখ। 
মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান লিটু জানান, দুই দিনব্যাপী এ মেলা আগামীকাল বুধবার সন্ধ্যায় সমাপ্ত হবে। এ মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি বলেন, ২০০৯ সালে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ করেছিলেন। প্রধানমন্ত্রী ইতিবাক চিন্তা থেকে আইনটি করেছেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়