বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫

শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ বেলা ৩টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ‘সবুজের বুকে মানবতার জননী’ শীর্ষক প্রধানমন্ত্রীর  প্রতিকৃতি উদ্বোধন  করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিশু কিশোরদের অংশগ্রহণে বেলা ৩টা-৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আর্টক্যাম্প। সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে  প্রধানমন্ত্রীর কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 
সাত দিনব্যাপী আর্টক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে এবং শেষ হবে আগামী ৪ অক্টোবর।
অনুষ্ঠান শেষে আর্টক্যাম্পে অংশগ্রহণকারী ৮০ জন শিশু কিশোরদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ।