বাসস
  ২৩ জুন ২০২১, ২০:৩৯

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নিল ২৮টি অজগর বাচ্চা

চট্টগ্রাম, ২৩ জুন, ২০২১ (বাসস) : চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশে দ্বিতীয়বারের মতো কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৮টি অজগর সাপের বাচ্চা ফোটানো হয়েছে। 
এরআগে ২০১৯ সালের ১৩ জুন ২৬টি বাচ্চা ফোটানোর মধ্য দিয়ে দেশে ইতিহাস সৃষ্টি করেছিল এ চিড়িয়াখানা।
মঙ্গলবার এসব বাচ্চা ফুটেছে বলে  জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, চিড়িয়াখানায় সাপের খাঁচায় মোট ২২টি অজগর রয়েছে। গত ১৪ এপ্রিল ৩১টি ডিম পাড়লে তা সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে ৬৭ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রাখা হয়। এরমধ্যে ৩টি ডিম নষ্ট হলেও ২৮টি ডিম ফুটে অজগর ছানা জন্ম নিয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেন, ‘সাপের ছানাগুলো ইনকিউবিটরে রাখা হয়েছে। ১৫ দিন পর তারা চামড়া বদল করবে। অন্তত ২০ দিন পর্যবেক্ষণে রাখার পর ডিসি স্যারের পরামর্শে এসব সাপ প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমি যতটুকু জানি,  দেশে কোনো চিড়িয়াখানায় এভাবে সাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করা হয়নি। অজগরের ডিম থেকে কৃত্রিম উপায়ে আমরাই প্রথম বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছিল ২০১৯ সালে। এবারসহ আমরাই  দ্বিতীয়বারের মত কৃত্রিম বাচ্চা ফুটিয়েছি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়