বাসস
  ০৭ মার্চ ২০২২, ১৭:১৮

বঙ্গবন্ধু উৎসব উপলক্ষে বগুড়ায় ১০ দিনব্যাপী মেলার উদ্বোধন

বগুড়া, ৭ মার্চ, ২০২২(বাসস) : বঙ্গবন্ধু উৎসব উপলক্ষে বাংলার মুখ বগুড়া শাখার আয়োজনে আজ দুপুরে ১০ দিনব্যাপী মেলা শুরু হয়েছে বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্ত্বরে। 
বগুড়ার প্রবীন রাজনীতিবিদ ও মেলার উদ্বোধক বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন মেলার উদ্বোধন করেন। বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও বাংলার মুখ কেন্দ্রীয়সংসদের সাংঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন বাংলার মুখ বগুড়া জেলার প্রধান পৃষ্ঠপোষক জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সাধারণ সমম্পাদক আসাদুর রহমান দুলু, সাগার কুমার রায়, চেম্বারের সহ-সভাপতি মাহফুজুর রহমান রাজ , বাংলার মুখের সদস্য সচিব খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামী ১৭ মার্চ পর্যন্ত এই মেলা চলবে। মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে।