কুমিল্লা (দক্ষিণ), ৩ জানুয়ারি, ২০২২ (বাসস) : কুমিল্লা সিটি কর্পোরেশন বাসিন্দাদের জন্য একটি নতুন বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। নতুন এ পার্কের প্রবেশ ও রাইড শিশুদের জন্য বিনামূল্যে রাখা হয়েছে। বিনামূল্যে রাইড পেয়ে উচ্ছ্বস- আনন্দে মেতে উঠেছে কুমিল্লার শিশু কিশোররা।
সূত্রমতে, নগরীর তেলিকোনা, শুভপুর, সংরাইশ, টিক্কারচড়, বালুধুম, কাটাবিল, কাশারি পট্টি, চকবাজার, পাথরিয়াপাড়া, বারপাড়া, নূরপুর, হাউজিং ও কাছাকাছি এলাকা ঘনবসতিপূর্ণ। এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। শুভপুর এলাকার বাসিন্দা মোজ্জামেল হোসেন বাসসকে বলেন, নগরীর পূর্বাঞ্চল কিছুটা ঘনবসতিপূর্ণ এলাকা। এখানের মানুষের ইনকাম কম। সময় হাতে থাকলে টাকা থাকে না, টাকা থাকলে সময় থাকে না তারা চার কিলোমিটার দূরে ধর্মসাগরের পাড়ে যাওয়ার সময় পান না। তেলিকোনার এ পার্ক আমাদের জন্য উপকার হয়েছে। সকল রাইড ফ্রি করে দেওয়ার জন্য সিটি কপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসান মিয়া বলেন, এখানের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি পার্ক তৈরি। পৌরসভা থাকাকালীন আমরা চেয়েছিলাম একটি বিনোদন কেন্দ্র হোক। এখন সিটি কপোরেশন পার্ক তৈরি করে দিয়েছেন। প্রতিদিন শিশুদের পদচারণায় মুখর থাকবে নতুন পার্কে।
কুমিল্লা সিটি করর্পোরেশন মেয়র মো. মনিরুল হক সাক্কু বাসসকে বলেন, এলাকার মানুষের চাহিদা বিবেচনা করে এ পার্ক তৈরি করেছি। এখানে মেরি গ্রাউন, সুইং চেয়ার, মিনি ট্রেন, ঢেকি, ঘোড়া, স্লিপার, দোলনাসহ বিভিন্ন রাইড রয়েছে। প্রবেশ ও সকল রাইড শিশুদের জন্য বিনামূল্যে রাখা হয়েছে।