শিরোনাম
কুমিল্লা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা জেলা প্রশাসন ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালন করেছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও মরমী সাধনার আলো ছড়িয়ে দিয়ে ফকির লালন সাঁই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। লালন ছিলেন এমন এক দার্শনিক সাধক, যিনি জাত, ধর্ম ও গোত্রের ঊর্ধ্বে মানবতার বার্তা দিয়েছেন। তাঁর দর্শন আজও আমাদের অসাম্প্রদায়িক চেতনার অনুপ্রেরণা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী সুমি হায়দারসহ স্থানীয় বাউল ও লালনগীতি শিল্পীরা। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক।
এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।