বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

৩৬ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন ২০ সেপ্টেম্বর

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ২০ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টায় রাজধানীর বাংলা মোটরের কনকর্ড টাওয়ারের সপ্তম তলায় ‘প্রিয় বাংলা’ গ্যালারিতে বাংলাদেশের প্রথিতযশা ৩৬ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন হবে।

প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক শিল্পী কিবরিয়া কাজি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক শিল্পী আব্দুস সাত্তার, অনারারি অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক শিল্পী ড. আজহারুল ইসলাম শেখ, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক শিল্পী জুয়েল মনির, চেয়ারম্যান, শিল্পকলার ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মিস্ মেহরিন হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রিয় বাংলা গ্যালারি।

প্রদর্শনী আয়োজক কর্তৃপক্ষ শিল্পরসিকদের প্রদর্শনীতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।