শিরোনাম
সিলেট, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রখ্যাত বাউল শিল্পী, বাউল সম্রাট শাহ আবদুল করিমের অন্যতম শিষ্য বশির উদ্দিন সরকার মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বশির উদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার শেষ সময়ের সঙ্গী আরেক বাউল লাল শাহ।
মৃত্যুকালে বশির উদ্দিনের বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে পরিবারসহ পুরো সংস্কৃতি অঙ্গনে।
বাউল আবদুল করিমের অন্যতম এই শিষ্য দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। স্ট্রোকের পর থেকে চলাফেরা করতে পারতেন না। অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা। অবশেষে থেমে গেল তার সুরভরা জীবনও।
প্রখ্যাত বাউল কফিল উদ্দিন সরকারের কাছে সঙ্গীতের দীক্ষা নিয়েছিলেন বশির উদ্দিন। বেহালার সুরে মাতোয়ারা করতেন শ্রোতাদের, গেয়েছেন অগণিত লোকগান। গান দিয়ে ছড়িয়েছেন প্রেম, মানবতা আর সত্যের কথা। মৃত্যুর আগে তিনি চারটি গানের বই লিখেছেন।
মৃত্যুর আগমুহূর্তেও তিনি বলেছেন, আমার জীবনে সম্পদ বলতে কিছুই নেই, শুধু চারটি বই।
সহশিল্পীদের চাওয়া, তার গান ও বইগুলো সংরক্ষণ করা হোক, যাতে হারিয়ে না যায় এক জীবনের সাধনা।