
রাঙ্গামাটি, ১৩ ডিসেম্বর ২০২১(বাসস): জেলায় আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কবিতা আবৃত্তি, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প শোনানো এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় আবৃত্তি সংগঠন শব্দচাষের উদ্যোগে রাঙ্গামাটি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের কাছে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে শিশু-কিশোররা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।