বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৩

তিন দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব শুরু আজ

ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : ভাবনগর ফাউন্ডেশন চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে (৯ থেকে ১১ জুলাই) তিন দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব, ২০২৫ শুরু হচ্ছে।

আজ থেকে শুরু হওয়া উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ ও স্টুডিও থিয়েটার হলে বাংলাদেশের ভাব সাধকদের অংশ গ্রহণে দ্বিতীয়বারের মতো উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করবেন ফ্রান্স থেকে আগত লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।

এতে বিশেষ অতিথির বক্তৃতা করবেন- আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক-শিক্ষক ড. কিথ ই কান্ত, বাংলাদেশের চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পী বাবুল আক্তার বাচ্চু। 

শুভেচ্ছা বক্তব্য দিবেন লার্নিং বুক ডিজাইনার মিখাইল ইদ্রিস। 

শুক্রবার সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তৃতা করবেন- কবি ও চিন্তক ফরহাদ মাজহার ও একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর সুকোমল বড়ুয়া ও ডক্টর জিনবধি ভিক্ষু।

উদ্বোধনী দিন ৯ জুলাই বুধবার ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫’-এর থাকবে ৪টি পর্ব। 

১ম পর্বে বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (বাংলা গেটের বিপরীতে) ভাবনগর সাধুসঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধক শিল্পীগণ চর্যাপদের গানের আসর অনুষ্ঠিত হবে। 

২য় পর্বে বিকাল ৫ থেকে ৫টা ৩০মিনিট পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের  গেট পর্যন্ত চর্যাসংগীত শোভাযাত্রায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সাধক শিল্পীদের পাশাপাশি আমেরিকা, ফ্রান্স ও ইতালির সাধক, গবেষক ও শিক্ষকগণ অংশ নিবেন। 

৩য় পর্বে বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে উদ্ভোধনী বক্তা থাকবেন- ফকির দেবোরাহ জান্নাত, ড. কিথ ই কান্ত, বাবুল আক্তার বাচ্চু, সাধিকা সৃজনী তানিয়া। শুভেচ্ছা বক্তৃতা করবেন মিখাইল ইদ্রিস। স্বাগত বক্তৃতা করবেন- ড. সাইমন জাকারিয়া। 

৪র্থ পর্বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট  থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসরে চর্যাগান পরিবেশন করবেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত সাধক শিল্পীগণ।

উৎসবের দ্বিতীয় দিন ১০ জুলাই বেলা ৩টা ৩০ মিনিটি থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পী অংশ গ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। 

‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান পরিবেশনের মাধ্যমে বক্তৃতা করবেন- বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরিয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী ও সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।

তৃতীয় দিন ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। 

এতে প্রশিক্ষণ দেবেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চর্যাপদের গানের সুরকার শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার। 

এছাড়া একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাব সাধকদের অংশ গ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর অনুষ্ঠিত হবে। 

পাশাপাশি রাত আটটা থেকে ৯টা পর্যন্ত চর্যাপদের গানের প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ, এক যুগ ধরে চর্যাপদের গানের পুনর্জাগরণে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শিল্পীদের ক্রেস্ট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।