বাসস
  ২৭ অক্টোবর ২০২১, ২১:২১

নারায়ণগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নারায়ণগঞ্জ, ২৭ অক্টোবর ২০২১ (বাসস) : জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান ভুঁইয়া জুলহাস ও দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের।