বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪০

বগুড়ায় ‘শতকন্ঠে একুশের গান ও কবিতা’

বগুড়া, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): জেলায় আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘শতকন্ঠে একুশের গান ও কবিতা’ অনুষ্ঠান হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরনে একশ’ জন শিক্ষার্থী গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। এদিন সকালে প্রতিষ্ঠানের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শিক্ষার্থীরা শতকন্ঠে একুশের গান পরিবেশন করেন। এরপর শতকণ্ঠে একুশের কবিতা পাঠ করেন শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী। 
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ- এর অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক স্বদেশ রায় ও ভাষা সৈনিক গাজীউল হকের সন্তান রাহুল গাজী।
এ অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়