বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে পিঠা উৎসব

নাটোর, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : ঐতিহ্যবাহী নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার সকাল ৯টায় দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম।
এ সময় অধ্যক্ষ বলেন, পিঠা ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মের সঙ্গে এই ঐতিহ্যের মেলবন্ধন তৈরী করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ১৫টি স্টলে পুলি, দুধ চিতই, জামাই, মম, কুলসি, ফুল পিঠা, কলা, প্রেম পাগল পিঠা, অন্তর জাদু, জিলাপি, ঝরাপাতা, গোকুল, ঝিনুক, জামাই বশিকরণ পিঠাসহ নানা বর্ণ ও স্বাদের শতাধিক পিঠা প্রদর্শন এবং বিক্রি করেন। 
বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতিতে পিঠা উৎসব প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়