বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৬
আপডেট  : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০০

পিরোজপুরে ৫৫৭টি মন্দিরে দুর্গা প্রতিমা তৈরী হচ্ছে

পিরোজপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা ৫৫৭টি মন্দিরে তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সরকার আনন্দঘন পরিবেশে এ পূজা উদযাপনের লক্ষ্যে ২৭ শত .৭৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। আসন্ন দুর্গা পূজাকে ঘিরে জেলার সর্বত্র একটি উৎসবের আমেজ তৈরী হয়েছে।
পিরোজপুর পৌর এলাকার কালীবাড়ি, আখড়াবাড়ী, রাজারহাট, পালপাড়া, রায়েরকাঠী এবং কৃষ্ণনগরসহ বিভিন্ন মন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমা চূড়ান্ত ভাবে রং করার পূর্ব প্রস্তুতি। এ বছর দেবী দুর্গা ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল জানান ১২ অক্টোবর থেকে সপ্তমী পূজা শুরুর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব এর মূল অনুষ্ঠান শুরু হবে এবং ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল বসু বাসস কে জানান, এবার জেলায় ৫৫৭টি পূজা মন্ডবে দুর্গা পূজার আয়োজন চলছে। সবচেয়ে বেশি পূজা হচ্ছে নাজিরপুর উপজেলায়। নাজিরপুরে এবার ১২৫টি, পিরোজপুর সদর উপজেলায় ৬৫টি, ভান্ডারিয়া উপজেলায় ৮৭টি, স্বরূপকাঠী উপজেলায় ১১৮টি, মঠবাড়িয়া উপজেলায় ৯২টি, কাউখালী উপজেলায় ৪১টি, এবং ইন্দুরকানী উপজেলায় ২৯টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ সপ্তাহ খানেকের মধ্যে সমাপ্ত হবে। পিরোজপুরের পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, সকল মন্দিরে শান্তিপূর্ণ ভাবে দুর্গা পূজা সম্পন্ন করার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ জেলার সনাতন ধর্মালম্বীরা নিশ্চিন্তে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজার আনন্দ উপভোগ করতে পারবে। এদিকে সরকার পিরোজপুর জেলার বিভিন্ন মন্দিরের দুর্গা পূজায় সহযোগিতার জন্য ২ শত ৭৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়