বাসস
  ১২ জানুয়ারি ২০২৪, ১০:৫৪

মুক্তিযুদ্ধের চেতনায় শিশু শিল্পীদের এগিয়ে আসতে হবে: কুমিল্লায় লিয়াকত আলী লাকী

কুমিল্লা, ১২ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল সন্ধ্যায় শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে সাংস্কৃতিক বিকাশে সমৃদ্ধ হওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় শিশু শিল্পীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ।
পরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিশু শিল্পীদের অভিভাবক এবং শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটি সদস্য এবং প্রশিক্ষক ও শিল্পীবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়