বাসস
  ১০ নভেম্বর ২০২৩, ১৫:১৫

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হলো ‘গরু মেলা’ 

চুয়াডাঙ্গা, ১০ নভেম্বর, ২০২৩ (বাসস): আজ জমকালো আয়োজনে প্রথমবারের মতো চুয়াডাঙ্গায় শুরু হলো দুই দিনব্যাপি ত্রি-জেলা গরু মেলা-২০২৩।
শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে গরু মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ। 
বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহা-পরিচালক মোহাম্মদ রেজানুল হক, জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 
সারাদেশের ৩ হাজারের বেশি খামারি এতে অংশ নেন। মেলার র‌্যাম্পে হেঁটে বেড়িয়েছে ৩৮টি গরু। এছাড়াও মেলায় তোলা হয় ২৫০ টি বিভিন্ন জাতের গরু। 
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার রেজিস্ট্রেশন ভুক্ত খামারিদের গরু প্রদর্শন, বিক্রি ও স্বাস্থ্য সম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়