বাসস
  ৩১ অক্টোবর ২০২৩, ১৩:১১

নওগাঁয় তিনদিনব্যপী ভরতনাট্যম প্রশিক্ষণ কর্মশালা শুরু

নওগাঁ, ৩১ অক্টোবর, ২০২৩ (বাসস):  জেলায় আজ তিনদিনব্যাপী ভরতনাট্যম প্রশিক্ষণ কর্মশালা শুরু
হয়েছে। ভারতবর্ষের সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারবর্ষের প্রখ্যাত নৃত্যগুরু কোহিনুর সেন বরাট, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এএসএম রায়হান আলম, কলকাতার বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু এবং  শুভঙ্কর কুন্ডু উপস্থিত ছিলেন।
নওগাঁ ও বগুড়া জেলা থেকে পায় ৭০ জন প্রশিক্ষানার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় বিতরণঅনুষ্ঠানে ভারতের কলকাতা এবং বাংলাদেশের নওগাঁ ও বগুড়া জেলার শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়