বাসস
  ০৮ অক্টোবর ২০২৩, ১০:২৮

গোপালগঞ্জের ২টি বিদ্যালয়ে পুতুলনাট্য উৎসব আজ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) ৮ অক্টোবর, ২০২৩ (বাসস): ‘গণজাগরণের শিল্পআন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নে আজ রোববার ২টি বিদ্যালয়ে পুতুল নাট্যউৎসব অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় গোপালগঞ্জ শহরের শেখহাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে ‘বনবাসী রূপবান’ পালা পরিবেশিত হবে । এরপর দুপুর ২ টায় গোপালগঞ্জ এস. এম. মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে পুতুল নাট্য ‘সতী বেহুলা’পালা মঞ্চস্থ হবে।
পুতুল নাট্যউৎসব দু’ স্থানে পরিবেশন করবে নিউ রংমহল পুতুল নাচ।
জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বাসসকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ‘শিল্পসংস্কৃতিঋদ্ধসৃজনশীলমানবিকবাংলাদেশ’ গড়ারঅভিলক্ষ্য আমাদের।
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’। ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলাএকাডেমি, গোপালগঞ্জের ব্যবস্থাপনায় এ পুতুল নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়