বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫

নড়াইলে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

নড়াইল, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় শনিবার বিকেলে চাঁচুড়ি কাটাখালে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
গ্রাম বাংলার আকর্ষনীয় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজারো নারী-পুরুষ ভিড় জমান। দুই কিলোমিটার দূরত্বের এ বাইচ প্রতিযোগিতায় মোট ১২টি নৌকার মাঝি-মাল্লারা অংশ  নেন। 
প্রতিযোগিতায় ধাড়িয়াঘাটা নিতাই সাধুর  নৌকা প্রথম,ডহর চাঁচুড়ির নবীর গাজীর  নৌকা দ্বিত্বীয়, একই গ্রামের আকবরের  নৌকা তৃতীয় এবং চাঁচুড়ি গ্রামের ফরহাদ  মোল্যার  নৌকা চতুর্থ স্থান লাভ করে। 
কালিয়া উপজেলার চাঁচুড়ি যুব সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে চাঁচুড়ি কাটাখালে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
নৌকাবাইচ  শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন কালিয়া  পৌরসভার সাবেক  মেয়র  মো. মুশফিকুর রহমান লিটন,কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান  মো: রবিউল ইসলাম,যুগ্ন সম্পাদক আশীষ ভট্টচার্য্য। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়