বাসস
  ২২ আগস্ট ২০২৩, ১৮:৫৭

নোবিপ্রবিতে পথনাটক ‘পথরেখায় বঙ্গবন্ধু’ প্রদর্শীত

নোয়াখালী, ২২ আগস্ট, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর মাস শোকাবহ আগস্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে পথনাটক ‘পথরেখায় বঙ্গবন্ধু’র প্রদর্শীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গোল চত্বরে এ পথনাটক অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর রচিত ‘পথরেখায় বঙ্গবন্ধু’ নাটকটি রচনা করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না এবং প্রভাষক চারমিন সুলতানা। নাটকটিতে অভিনয় করেছেন- বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক পথনাটকটিতে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর পারিবারিক ও রাজনৈতিক জীবন।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এসময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়